তেলেঙ্গানায় লাইনচ্যুত চারমিনার এক্সপ্রেসের তিনটি বগি, সামান্য আহত ৫ জন যাত্রী

হায়দরাবাদ, ১০ জানুয়ারি (হি.স.): তেলেঙ্গানার নামপল্লী রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হয়ে গেল চারমিনার এক্সপ্রেসের তিনটি বগি। চারমিনার এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৫ জন যাত্রী আহত হয়েছেন। ট্রেনটি যখন লাইনচ্যুত হয়ে যায়, তখন ওই ৫ জন গেটের ধারে দাঁড়িয়েছিলেন, তাতেই ৫ জন সামান্য আহত হয়েছেন। বুধবার সকাল ৯.১৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে।

দক্ষিণ-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) রাকেশ বলেছেন, বুধবার সকাল ৯.১৫ মিনিট নাগাদ নামপল্লী রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হয়ে যায় চারমিনার এক্সপ্রেসের তিনটি বগি। এই রেল স্টেশনটি একটি টার্মিনাল স্টেশন, যেখানে ট্রেনের যাত্রার সমাপ্তি হয়। ট্রেনটি আগেই থামানো উচিত ছিল, কিন্তু কিছুটা এগিয়ে যায়। এই ঘটনায় ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়। ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে থাকা প্রায় ৫ জন সামান্য আহত হয়েছেন। তাঁদের রেলওয়ে হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে।