নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি : প্রদেশ কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর প্রথমবারের মতো মুক্তধারা মঞ্চে বুধবার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়েছে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক শক্তির বৃদ্ধির উপর প্রদেশ কংগ্রেস সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ বিশেষ গুরুত্ব আরোপ করেন। যেকোনো মূল্যে রাজ্যের দুটি লোকসভার আসনে কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যেই এই বৈঠক বলে জানান নেতৃবৃন্দ।
উল্লেখ্য বিগত বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে আসন সমঝোতা করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও কংগ্রেস মাত্র তিনটি আসনে জয়ী হয়েছিল। সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোট গঠন করে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার লক্ষ্যেই কংগ্রেস দল কাজ করবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
লোকসভা নির্বাচনের প্রাক্কালে প্রদেশ কংগ্রেসের এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। এদিনের বৈঠক থেকে অতীতের ভুল বোঝাবুঝি ছেড়ে সকলকে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী করতে এবং লোকসভা নির্বাচনে নিজেদের অস্তিত্বের প্রমাণ তুলে ধরতে আহ্বান জানানো হয়েছে।
লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করার লক্ষে বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে প্রদেশ কংগ্রেস। আজ মুক্তধারা মঞ্চে বৈঠকের শেষে একথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।এদিন বৈঠকে বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্যের মাধমে লোকসভার সম্পর্কিত প্রস্তুতির কথা তুলে ধরেন ।
এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ প্রদেশ কংগ্রেস কমিটির অন্যান্য সদ্যসরা।এই বৈঠকে শ্রী সাহা বলেন, এই সভায় দলীয় কর্মসূচি রূপায়ণ ও আগামী লোকসভা নির্বাচন সংত্রান্ত বিভিন্ন প্রস্তুতিকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে।

