আমরোহা, ১০ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের আমরোহা জেলায় ঘুমের মধ্যেই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ৫টি শিশুর। একই ঘরে ঘুমিয়ে ছিলেন ৭ জন, অক্সিজেনের অভাবে ৫টি শিশুর মৃত্যুর পাশাপাশি গুরুতর অসুস্থ হয়েছেন আরও দু’জন। প্রবল ঠান্ডা থেকে বাঁচতে সোমবার সন্ধ্যায় ঘরের মধ্যে কয়লা জ্বালিয়েছিলেন ওই পরিবারের সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তাঁদের ঘর বন্ধই ছিল, সন্দেহ হওয়ায় এরপর স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। মৃত অবস্থায় ৫টি শিশুর দেহ উদ্ধার করা হয়, দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আমরোহা জেলার আলিপির ভুদ গ্রামে। গুরুতর অসুস্থ অবস্থায় দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরোহার জেলাশাসক রাজেশ ত্যাগী জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ৭ জন ঘর গরম রাখার জন্য কয়লা ও কাঠ কয়লা জ্বালিয়ে ছিলেন। এরপর অক্সিজেনের অভাবে ৫টি শিশুর শ্বাসরোধে মৃত্যু হয় এবং দু’জনের অবস্থা গুরুতর এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের।

