BRAKING NEWS

শাসক শিবির সংখ্যালঘুদের শুধুমাত্র ভোটের জন্য ব্যবহার করছে : শুভেন্দু

উত্তর ২৪ পরগনা, ৯ জানুয়ারি (হি.স.): লোকসভা ভোটের মুখে সংখ্যালঘুদের আরও কাছে টানার চেষ্টা করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাসক শিবির সংখ্যালঘুদের শুধুমাত্র ভোটের জন্য ব্যবহার করছে বলেই মনে করছেন তিনি।
মঙ্গলবার দেগঙ্গায় এক জনসভায় গিয়েছিলেন শুভেন্দু। সেখানে বিরোধী দলনেতার বক্তব্য শোনার জন্য সংখ্যালঘুদের ভিড়ও ছিল যথেষ্ট। সেখানেই শাসক দল তৃণমূলকে বিঁধে সংখ্যালঘু মানুষদের উদ্দেশে শুভেন্দু বললেন, ‘এরা কোটি কোটি রাষ্ট্রবাদী মুসলমানকে তেজপাতা বলে মনে করে। ভোটটা নেবে। তরকারিতে লাগবে, কিন্তু খাওয়া যাবে না।’

এদিন দেগঙ্গার সভা থেকে শুভেন্দুবাবু বোঝানোর চেষ্টা করেন যে, সংখ্যালঘুদের শুধুমাত্র ভোট রাজনীতির জন্যই ব্যবহার করতে চাইছে শাসক শিবির। এনআরসি নিয়ে যে চর্চা শুরু হয়েছে, সে কথাও এদিন তুলে ধরেন তিনি। তাঁর সাফ কথা, দেশের এতগুলি রাজ্যে বিজেপি সরকার আছে। কিন্তু কোথাও কেউ দেখাতে পারবে না কোনও মুসলিমকে বিজেপি শাসিত রাজ্য সরকার বের করে দিয়েছে কিংবা ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে।
শুভেন্দুবাবু বলেন, ‘একজন মুসলমানের নাম বলুন, যাঁকে যোগী আদিত্যনাথ বা হেমন্ত বিশ্বশর্মার সরকার বাইরে পাঠিয়ে দিয়েছে বা ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়েছে। শুধু আপনাদের ভুল বুঝিয়ে এই মাতব্বররা হাজার হাজার কোটির মালিক হয়ে গেল।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *