আগরতলা, ৯ জানুয়ারী: গতকাল সন্ধ্যায় পরিযায়ী এক শ্রমিককে ছুরি দেখিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনার সাথে জড়িত এক যুবককে আটক করেছে স্থানীয় মানুষ। তাকে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন জনগণ।
জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় বিহারের বাসিন্দা গুলশন কুমার মহারাজগঞ্জ বাজারের দোকান থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। পেশায় সে একজন শ্রমিক। ওই সময় সাগর ঘোষ নামে এক যুবক সহ আরও কয়েকজন মিলে গুলশনকে ছুরি দেখিয়ে ২০০০ টাকা ছিনিয়ে নিয়েছিলেন। সাগর ঘোষ বনকুমারীর বাসিন্দা। মঙ্গলবার অভিযুক্ত যুবককে শিব বাড়িতে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

