দিল্লির বাতাসের গুণমান ফের হয়ে উঠল খারাপ, কুয়াশায় মঙ্গলেও বিঘ্নিত ট্রেন পরিষেবা

নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.): জাতীয় রাজধানী দিল্লির বাতাসের গুণগতমান ফের হয়ে উঠল খারাপ। মঙ্গলবার সকাল আটটা নাগাদ দিল্লির সফদরজং-এ দৃশ্যমানতা রেকর্ড করা হয়েছে ৫০০ মিটার, সকাল পাঁচটা নাগার পালমে দৃশ্যমানতা ছিল ৩০০ মিটার। রাজধানী দিল্লিতে জাঁকিয়ে ঠান্ডা এখনও বজায় রয়েছে। দিল্লির এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

শীতের দাপটের মধ্যেই ঘন কুয়াশার কারণে মঙ্গলবারও স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়েছে, কুয়াশার কারণে দৃশ্যমানতা একেবারে অনেকটাই কমে যায়। ফলে সমস্যার মধ্যে রয়েছে গাড়ি চালকরা। কুয়াশা ও খারাপ আবহাওয়ার কারণে দিল্লিতে আসা ১৬টি ট্রেন এদিন দেরিতে চলাচল করেছে।