জয়নগর, ৫ জানুয়ারি (হি. স.) : জয়নগরের তৃণমূল নেতা সাইফুদ্দিন লস্কর মার্ডার কেসে আরও তিনজনকে গ্রেফতার করল জয়নগর থানার পুলিশ। মোবাইল ফোনের সূত্র ধরে চেন্নাই থেকে তাদের গ্রেফতার করে নিয়ে আসা হয়। এই ঘটনায় এখনো পর্যন্ত মোট ৯ জনকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতদের শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে জয়নগর থানার পুলিশ।
মোবাইল ফোনের সূত্র ধরে জয়নগর থানার পুলিশ চেন্নাই থেকে জাকির লস্কর আফতাবউদ্দিন লস্কর এবং মুজিবর লস্করকে গ্রেফতার করে। ১৩ ই নভেম্বর তৃণমূল নেতার খুনের পর জাকির লস্কর এবং আফতাব উদ্দিন লস্কর তারা চেন্নাইয়ে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে আফতাবের জামাইবাবু চেন্নাই এ কাজ করতো। জাকির ও আফতাব চেন্নাই গিয়ে রাজমিস্ত্রির কাজের সঙ্গে যুক্ত হয়েছিল বলে জানা গিয়েছে। অন্যদিকে মুজিবর ঘটনার পরে রাঁচিতে পালিয়ে যায়। রাঁচি থেকে ডিসেম্বর মাসের ৪ তারিখে গ্রেফতার হয় জাকির হোসেন ঢালী। জাকির গ্রেফতার হতেই মুজিবর পালিয়ে যায় চেন্নাই। তিনজনেই চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজের সঙ্গে যুক্ত হতে হয়। ধৃত তিনজনেই তৃণমূল নেতার খুনের সঙ্গে জড়িত ছিল বলে জানা গিয়েছে। এদের মধ্যে জাকির এবং আফতাব খুনের সময় ঘটনাস্থলে ছিল বলেই পুলিশ সূত্রে খবর। তৃণমূল নেতা খুনের ঘটনায় এখনো পর্যন্ত মোট ৯ জন গ্রেফতার হলেও এখনো বেশ কয়েকজন অধরা। তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে খুনের ঘটনার পর থেকে কেউই মোবাইল ফোন ব্যবহার করত না। আফতাবের জামাইবাবুর মোবাইল ফোনের সূত্র ধরেই তাদেরকে গ্রেফতার করা হয়। তবে রাজমিস্ত্রির কাজের উপার্জন থেকে সম্প্রতি তারা নতুন মোবাইল ফোন কিনেছিলেন ব্যবহার করার জন্য। সেই মোবাইল ফোন গুলিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

