মুর্শিদাবাদ, ৫ জানুয়ারি (হি.স.): সন্দেশখালি নিয়ে রাজ্য রাজনীতির পারদ চড়ার মাঝেই নতুন দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নবীন-প্রবীণ দ্বন্দ্বের মাঝেই তৃণমূল কংগ্রেসকে নিয়ে নতুন বিতর্ক উস্কে দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।
তাঁর দাবি, বিজেপিতে যোগ দিতে ৭ – ৮ জন বিধায়ক দিল্লিতে যাচ্ছেন। বেলডাঙার একটি সভা থেকে এমনই বিস্ফোরক দাবি করেন তিনি। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, ‘৭ – ৮ টা বিধায়ক তো আছে। কখনও ওঁরা দিল্লি যায়।’ দিল্লি গিয়ে বিজেপিতে যোগদানের ব্যাপারে তাঁরা পা বাড়িয়েছেন বলেই দাবি তাঁর। যা নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা। এমনিতেই, তৃণমূলের অন্দরে আদি নব্য বিরোধ নিয়ে চর্চা লেগেই রয়েছে। প্রকাশ্যে একের পর এক নেতা পরস্পর বিরোধী মন্তব্য করে চলেছেন।
উল্লেখ্য, ২০২১ সালের লোকসভা নির্বাচনে আগেও একাধিক তৃণমূল নেতা বিজেপিতে যোগদান করেছিলেন। স্বয়ং শুভেন্দু অধিকারী নিজেও বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ২০১৯ সালের ফলাফল দেখার পর একাধিক তৃণমূল নেতা শিবির বদল করে। ২০২৩ লোকসভা নির্বাচনের আগেও কী সেরকম পরিস্থিতি তৈরি হতে পারে? সেই জল্পনা উস্কে দিলেন তিনি।

