নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া , ৪ জানুয়ারি : মারনব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত পিতাকে নিয়ে উধাও ছেলে। পিতার খোঁজে অস্থির দুই কন্যা। কোনোভাবেই হদিস মিলছে না। স্থানীয়দের মাধ্যমেও খোঁজ অব্যাহত রয়েছে। পিতার খোঁজ না আগরতলা এনসিসি থানা সহ বিলোনিয়া থানার দ্ধারস্থ হয়েছেন মেয়েরা। দুই দিন অতিক্রান্ত হওয়ার পর ও পুলিশ প্রশাসনের উপর আস্থা হারিয়ে অবশেষে সংবাদ মাধ্যমের দ্ধারস্থ হয়েছেন দুই মেয়ে।
নিখোঁজ ব্যক্তির নাম নিরোধ দেবনাথ। বাড়ি বিলোনীয়া বিকেআই স্কুলের সামনে বাড়ী। মারনব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী ছিলেন তিনি। নিরোধ দেবনাথের এক ছেলে, দুই মেয়ে।
মেয়েরা জানিয়েছেন, গত দোসরা জানুয়ারি নাকি পিতা নিরোধ দেবনাথকে একপ্রকার জোর করে ঘর থেকে নিয়ে যায় ভাই তাপস দেবনাথ। পুত্র তাপস দেবনাথ বিএসএফ হিসেবে কর্মরত।
ঐদিন কারোর সাথে কোন আলাপ আলোচনা না করে কয়েকজন বিএসএফ জওয়ানের সহায়তায় ঘর থেকে পিতা নিরোধ দেবনাথকে বের করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে চলে যায় তাপস। এমনই অভিযোগ বোনদের। সম্পত্তির লোভেই ভাই এমন কাণ্ড সংঘঠিত করেছে বলে দাবি তাদের। শুধু তাপস নয়, তার স্ত্রী রেখা দেবনাথ, ছেলে আয়ুশ দেবনাথ ও শ্বশুর বাড়ির লোকজনও তাকে সহায়তা করেছে বলে দাবি দুই বোনের। অসুস্থ পিতাকে খুঁজে পেতে সাহায্য করুক প্রশাসন, দাবি তাদের।