কলকাতা, ৪ জানুয়ারি (হি.স.) : খুনের চেষ্টার মামলা আগেই রুজু হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। ওই মামলায় রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ওই আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি রাই চট্টোপাধ্যায় এবং সূর্যপ্রকাশ কেশয়ারির ডিভিশন বেঞ্চ।
আদালত রক্ষা কবচ খারিজ করে দেওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতারি নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়েছে। যদিও এ ব্যাপারে বিজেপি বা নিশীথ প্রামাণিকের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
আদালত সূত্রের খবর, ২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় এক ব্যক্তির উপর গুলি চালানোর অভিযোগ ওঠে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। পুলিশে দায়ের করা অভিযোগে জানানো হয়, নিশীথ প্রামাণিকের নির্দেশেই ওই ব্যক্তিকে গুলি চালানো হয়েছিল। ওই ঘটনায় নিশীথের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০৭, ২২৬ ধারায় মামলা রুজু করা হয়। এ ব্যাপারে নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিল।
এর পরই রক্ষাকবচ চেয়ে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার শীর্ষ আদালতের বেঞ্চ তাঁর রক্ষা কবচের আবেদন খারিজ করে দেওয়ায় গ্রেফতারের ক্ষেত্রে পুলিশের আর কোনও বাধা রইল না বলে জানিয়েছেন সহকারি সরকারি আইনজীবী অদিতিশঙ্কর চক্রবর্তী।

