BRAKING NEWS

পশ্চিম জেলার জেলা শাসকের উদ্যোগে লুইস ব্রেইলের জন্মদিন উপলক্ষ্যে দৃষ্টিহীনদের নিয়ে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি : ৪ জানুয়ারি মহামতি লুইস ব্রেইলের  ২১৬ তম জন্মদিন। ২০১৯ সালে এই দিনটি বিশ্ব ব্রেইল দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্র সংঘ। তারপর থেকে দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়।বৃহস্পতিবার আগরতলা প্রেসক্লাবে পশ্চিম জেলাশাসক ড. বিশাল কুমারের উপস্থিতিতে দিনটি উদযাপন করা হয়েছে।
এদিন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, চলন সামগ্রী বিতরণ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন।

 এই অনুষ্ঠানে বিশেষ করে অংশ নিয়েছে দৃষ্টিহীন ছাত্র-ছাত্রীরা বলে জানিয়েছেন অল ত্রিপুরা ব্লাইন্ড এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিঠুন সাহা। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো দৃষ্টিহীনদের সহযোগিতা এবং নিরক্ষর দৃষ্টিহীনদের শিক্ষার আঙ্গিনায় নিয়ে আসা। যাতে তারাও বিভিন্ন ক্ষেত্রে আরো বেশি এগিয়ে যেতে পারে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে জেলা শাসক জানিয়েছেন দৃষ্টিহীনদের জন্য কোন কিছু করার প্রয়োজন হলে সেটা প্রশাসন আগামী দিন অবশ্যই করার চেষ্টা করবে। এবং তাদের কিভাবে এগিয়ে নেওয়া যায় সেদিকে গুরুত্ব দিচ্ছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *