আগরতলা,৩ জানুয়ারি,২০২৪ : কেন্দ্রীয় বিদেশ ও সংসৃকতি মকের প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি তিনদিনের সফরে আজ রাজ্যে এসেছেন৷ সফরের প্রথমদিনে তিনি আগরতলা সুুসংহত স্থলবন্দরটি পরিদর্শন করেন৷ তিনি সুুসংহত স্থলবন্দরটি ঘুরে দেখেন এবং বিএসএফ ও বিজিবি-এর জওয়ানদের সাথে মতবিনিময় করেন৷ পরে সাংবাদিকদের প্রশের উত্তরে প্রতিমী মীনাক্ষী লেখি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ’পূবে সক্রিয় হও’ ও ’প্রতিবেশি প্রথম’ নীতিতে বিভিন্ন সময়ে কেন্দ্রীয় মীগণ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য পরিদর্শন করছেন৷ কারণ প্রধানমীর মতে উত্তর পূর্বাঞ্চলের বিকাশ ছাড়া সমগ্র দেশের বিকাশ সম্ভব নয়৷ উত্তর পূর্বাঞ্চলে শান্তি সম্পীতি বিরাজ করলেই তা সমগ্র দেশের জন্য কল্যাণকর হবে৷ এখানকার উন্নয়নমূলক কাজগুলি যাতে বিনা বাধায় তাড়াতাড়ি সম্পর্ণ করা যায় তারজন্য কেন্দ্রীয় মীগণ প্রায়ই উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি পরিদর্শন করেন৷ সুুসংহত স্থলবন্দর পরিদর্শনকালে কেন্দ্রীয় প্রতিমীকে স্বাগত জানান সুুসংহত স্থলবন্দরের ম্যানেজার দেবাশিস নন্দী৷ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তথ্য ও সংসৃকতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, যুগ্ম অধিকর্তা সঞ্জীব চাকমা সহ আগরতলা সুুসংহত স্থলবন্দর ও বিএসএফ-এর পদস্থ আধিকারিকগণ৷
এদিকে, সকালে মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে তিনদিনের রাজ্য সফরে আসা কেন্দ্রীয় প্রতিমীকে তথ্য ও সংসৃকতি দপ্তরের পক্ষ থেকে স্বাগত জানানো হয়৷ বিকালে তিনি মাতা ত্রিপুরেশ্বরী মন্দির দর্শনের উদ্দেশ্যে উদয়পুরেও যান৷
2024-01-03