BRAKING NEWS

শাহ-নাড্ডার নির্বাচিত কমিটিকে ‘ভরাডুবি’ বলে কটাক্ষ কুণালের

কলকাতা, ২৬ ডিসেম্বর (হি.স.): লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে৷ রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা৷ একাধিক বৈঠকও করছেন বিজেপির দুই শীর্ষ নেতা৷ কোর কমিটির বৈঠকে ১৫ জনের একটি নির্বাচনী কমিটি গড়েছেন তাঁরা৷ এই কমিটিকে ভরাডুবি কমিটি বলে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ৷

কুণাল বলেন, “নির্বাচনে ভরাডুবির পর কাদের দায়ী করা হবে, তার জন্য এখন থেকে কমিটি গড়ে রাখা হল ৷” তিনি সাংবাদিকদের বলেন, “নির্বাচনে ভরাডুবির জন্য আজ কমিটি গঠিত হয়েছে৷ ৩৫ টি আসন তো অনেক দূরের কথা ৷ এবার লোকসভার নির্বাচনে ৩-৫ টি আসন বিজেপি আগে বাংলার বুকে পেয়ে দেখাক ৷ তার পর একে জুড়ে ৩৫-এর কথা ভাববেন ৷”

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের কথায়, “সবটাই আসলে বিজেপির আতঙ্কের প্রতিক্রিয়া৷ ‘ইন্ডিয়া’ জোট গঠিত হওয়ার পর বিজেপি রক্তস্রোত দ্রুত হয়েছে ৷ তারা বুঝতে পারছে ‘ইন্ডিয়া’ জোট সরকার গঠন করতে পারে৷ সারা দেশে বিজেপির আসন কমবে৷ তাই কীভাবে আসন বাড়ানো যায়, তার জন্য তাঁরা মরিয়া হয়ে ছুটে বেড়াচ্ছেন৷ কিন্তু এই কেন্দ্রীয় নেতারা ভুলে গিয়েছেন, বাংলার মানুষ তাদের সমর্থন করবে না৷ তাই তাঁরা যতবার আসবেন, তত বেশি হারবেন৷”

একই সঙ্গে কুণাল ঘোষ বলেন, “অমিত শাহ বাংলায় যতবার আসেন, এ রাজ্যে তৃণমূলের ভোটের ফল তত ভালো হয়৷ একুশের বিধানসভা নির্বাচনে ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ৷ তাঁরা বাংলায় এলে আমাদের সুবিধে হয়৷ কারণ, তাঁদের মুখ বাংলার মানুষ যতবার দেখবে, যতই বাংলার প্রতি বৈষম্য বঞ্চনা এবং অপমানের কথা মানুষের মনে পড়বে, তত বিজেপির বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়বে এবং তৃণমূলের প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হবে। ফলে এরা যত বেশি আসবে ততবার হারবে৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *