BRAKING NEWS

সনাতন ধর্ম ছিল, আছে এবং থাকবে : মোহন ভাগবত

হরিদ্বার, ২৪ ডিসেম্বর (হি.স.): সনাতন ধর্ম ছিল, আছে এবং থাকবে। বললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক মোহন ভাগবত। রবিবার উত্তরাখণ্ডের হরিদ্বারে, কানখালের শ্রী হরিহর আশ্রমে ‘ঐশ্বরিক আধ্যাত্মিক উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সরসঙ্ঘচালক মোহন ভাগবত বলেছেন, “সনাতন ছিল, আছে এবং থাকবে, যা রয়ে গিয়েছে সেটা হল সনাতন।”

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবত ও হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার রবিবার সকালে শ্রী হরিহর আশ্রম কানখাল হরিদ্বারে ‘ঐশ্বরিক আধ্যাত্মিক উৎসব’-এর সূচনা করেছেন। আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী অবদেশানন্দের জুনাকহারা আচার্যপীঠ প্রতিষ্ঠার ২৫-বছর পূর্তি উপলক্ষে এই তিন দিনব্যাপী অনুষ্ঠানটি ‘শ্রীদত্ত জয়ন্তী’ হিসেবে আয়োজিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *