চাকুরিচ্যুত শিক্ষকের মৃতদেহ উদ্ধার পুকুর থেকে, মৃত্যুর কারন নিয়ে ধোঁয়াশা 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর: 

মঙ্গলবার সকালে রানীরবাজার থানা এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত ব্যক্তি একজন চাকরিচ্যুত শিক্ষক বলে জানা গেছে। 

রানীরবাজার দুর্গা নগরে বাইক সহ পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে আজ সকালে। মৃত ব্যক্তির নাম মহেশ শর্মা (৪৬)। জানা যায়, মহেশ শর্মা একজন কর্মচ্যুত ১০৩২৩ শিক্ষক। চাকরি যাওয়ার পর থেকে তিনি ডেকোরেটরের কাজ করছেন। এলাকাতে ভালো মানুষ হিসেবে পরিচিত তিনি। 

সোমবার রাত একটা নাগাদ ডেকোরেটরের কাজের স্থল বাড়ি যাবার পথে দুর্গানগরে রাস্তার পাশে থাকা একটি পুকুরে তিনি বাইকসহ পরে যান বলে স্থানীয়দের ধারনা। মঙ্গলবার সকালে পুকুরের জল থেকে বাইক সহ তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। 

যদিও রাতে তিনি কিভাবে দুর্ঘটনাগ্রস্থ হয়েছেন এবং বাইক নিয়ে জলের মধ্যে কিভাবে পড়েছেন বিষয়টি নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছেন। মহেশ শর্মার মৃত্যুর ঘটনায় এলাকাতে শোকের ছায়া রয়েছে।