BRAKING NEWS

ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর: 

ত্রিপুরা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন চাকুরীচ্যুত শিক্ষক শিক্ষিকারা। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে তারা সুবিচার পাবে বলে আশাবাদী। উল্লেখ্য চাকুরীচ্যুত শিক্ষক শিক্ষিকারা কাজের সন্ধানে হন্যে হয়ে ঘুরেও কাজের কোন হদিস না পেয়ে শেষ পর্যন্ত পুনরায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে বাধ্য হয়েছে।  মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানান চাকরিচ্যুত শিক্ষকদের প্রতিনিধি ও তাদের আইনজীবী অমৃত লাল সাহা।

 তারা জানান ত্রিপুরা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টে এসএলপি দাখিল করা হয়েছে প্রণব দেবের পক্ষ থেকে। এই বিষয় নিয়ে চাকরিচ্যুত সকল শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে সহসাই হল সভা করা হবে। এব্যাপারে তারা রাজ্যের জনগণের কাছ থেকেও সার্বিক সহযোগিতা আহবান করেছে। সুপ্রিম কোর্ট তাদের পুনরায় চাকুরীতে বহাল রাখার পক্ষেই রায় দেবেন বলে আশাবাদী চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *