BRAKING NEWS

কর্মপ্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকে কুণালের হাজিরা নিয়ে প্রশ্ন

কলকাতা, ১১ ডিসেম্বর (হি.স.) : আন্দোলনকারী কর্মপ্রার্থীদের সঙ্গে সোমবার সঙ্গে বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই বৈঠকে থাকবেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। প্রশ্ন উঠেছে, নিয়োগের ক্ষেত্রে যখন শাসক দলের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠেছে, তখন সেই শাসক দলের নেতা কুণাল কেন থাকছেন বৈঠকে?

প্রায় তিন বছর ধরে রাস্তায় বসে এই চাকরিপ্রাথীরা আন্দোলন করছেন। অবস্থানের ১০০০ দিনে অর্থাৎ শনিবার এসএলএসটি তাঁরা আন্দোলনের ঝাঁঝ বাড়ান। নিয়োগের দাবিতে রাস্তায় বসে প্রতিবাদ জানান তাঁরা। সে দিন সকাল থেকে তাঁদের সঙ্গে যোগ দিতে একে একে পৌঁছন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী, বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বিমান বসু যখন বক্তব্য রাখছেন, সেই সময় হাজির হন কুণাল ঘোষ। চাকরি প্রার্থীরা তাঁকে দেখে স্লোগান দিতে শুরু করলেও পরে তাঁদের আশ্বস্ত করেন কুণাল। সেখানে বসেই ফোনে কথা বলেন ব্রাত্য বসুর সঙ্গে। পরে তিনিই জানান বৈঠকের কথা। ঠিক হয়, বৈঠকে তিনি নিজেও থাকবেন।

সোমবার কৌস্তভ বাগচী এই প্রসঙ্গে বলেন, “কুণাল ঘোষ গিয়েছিল এসএসসি ও এসএলএসটি চাকরি প্রার্থীদের মধ্যে বিভাজন ঘটাতে।” তিনি প্রশ্ন তোলেন, কুণালের এক্তিয়ার আছে কি ওখানে যাওয়ার? কৌস্তভের বক্তব্য, “এগুলো জলঘোলা করার চেষ্টা চলছে, বিভাজন তৈরি করার চেষ্টা করছে। সরকারের যদি সদিচ্ছা থাকে, তাহলে মালিক-মালকিনকে পাঠাবে বৈঠক।” প্রার্থীদের অনেকেরই এই বিষয়ে সমর্থন নেই বলে মনে করেন তিনি।

অন্যদিকে কুণালের দাবি, তিনি বৈঠকে থাকছেন আন্দোলনকারী চাকরি প্রার্থীদের প্রতিনিধি হিসাবে। তবে, বিরোধীরা বলছেন, আদতে চাকরি প্রার্থীদের মঞ্চে বিভাজন ঘটাতেই যাচ্ছেন কুণাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *