BRAKING NEWS

কোচবিহার ট্রফি : প্রথম ম্যাচেই চন্ডিগড়ের কাছে ইনিংসে হার ত্রিপুরার

ছত্তিশগড়-‌ ৪৯১/‌৬ (‌ডি:‌)

ত্রিপুরা-‌ ৯০, ১৬৫

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর।। চারদিনের ম্যাচ শেষ পৌনে তিন দিনে। প্রত্যাশিতভাবেই পরাজিত হলো ত্রিপুরা। ইনিংস এবং বিশাল ২৩৬ রানে। অনূর্ধ্ব-‌১৯ কোচ বিহার ট্রফি ক্রিকেটে। ছত্তিশগড়ের সেক্টর ১৬ ক্রিকেট স্টেডিয়ামের ২২ গজে কার্যত লুটিয়ে পড়লেন ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা। ব্যর্থ হলেন মরশুমের প্রথম ম্যাচের দুই‌ ইনিংসেও। ছত্তিশগড়ের গড়া ৪৯১ রানের জবাবে খেলতে নেমে ত্রিপুরা প্রথম ইনিংসে মাত্র ৯০ রান করতে সক্ষম হয়। ৪০১ রানে পিছিয়ে থেকে ফলোয়নে খেলতে নেমে ১৬৫ রান করতে সক্ষম হয় ত্রিপুরা। বিজয়ী দলের স্পেনার নিখিল দুই ইনিংসে মোট ১০ উইকেট নিয়ে ত্রিপুরার মেরুদন্ড ভেঙ্গে দেন। ২৪-‌২৭ নভেম্বর ত্রিপুরা দ্বিতীয় ম্যাচ খেলবে বিদর্ভ-‌র বিরুদ্ধে। নাগপুরে হবে ম্যাচটি।  দ্বিতীয় দিনের ৬ উইকেটে ৬৬ রান নিয়ে খেলতে নেমে ত্রিপুরা রবিবার আরও ২৪ রান যোগ করার ফাঁকে শেষ ৪ টি উইকেট হারায়। ত্রিপুরার পক্ষে প্রীতম দাস ৯২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। ছত্তিশগড়ের পক্ষে নিখিল ২৩ রান দিয়ে ৬ টি এবং নিষুঙ্ক বিরলা ৯ রান দিয়ে ২ টি উইকেট পেয়েছেন। ৪০১ রানে পিছিয়ে থেকে ফলোয়নে খেলতে নেমে ত্রিপুরা ৫৬.‌৫ ওভার ব্যাট করে ১৬৫ রান করতে সক্ষম হয়। ওপেনার দীপঙ্কর ভাটনাগর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হওয়ায় শুরুতেই চাপে পড়ে যায় ত্রিপুরা। রাজ্যদলের পক্ষে দলনায়ক দ্বীপজয় দেব ৯৪ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৪, বিশাল সিনহা ২৪ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩ (‌অপ:‌),দেবাংশু দত্ত ৯৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৬, প্রীতম দাস ৩৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৭ এবং অর্কজিৎ রায় ১৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। ছত্তিশগড়ের পক্ষে নিখিল ৩৬ রান দিয়ে ৪ টি, পরশ ২৮ রান দিয়ে ৩ টি এবং নিষুঙ্ক বিরলা ৪১ রান দিয়ে ২ টি উইকেট পেয়েছেন। ত্রিপুরা পরাজিত হয় ইনিংস এবং ২৩৬ রানে। মরশুমের প্রথম ম্যাচে পরাজয়ের ফলে মানসিকভাবে অনেকটা পিছিয়ে পড়লেন ত্রিপুরার ক্রিকেটাররা। ওই অবস্থায় মরশুমের দ্বিতীয় ম্যাচে বিদর্ভের বিরুদ্ধে কতটা লড়াই ছুড়ে দিতে পারবেন দ্বীপজয়-‌রা তা নিয়ে দেখা দিয়েছে দুশ্চিন্তা। আসরের দ্বিতীয় ম্যাচটি হবে নাগপুরে। গ্রুপের অপর খেলায় মুম্বাই ইনিংস সহ ১২ রানের ব্যবধানে গোয়াকে পরাজিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *