কলকাতা, ৩ নভেম্বর (হি.স.) : দক্ষিণবঙ্গে একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বাড়বে তাপমাত্রা। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে মিলছে শীতের আমেজ।
আলিপুর আবহাওয়া দফতর এখনই শীতপ্রেমীদের কোনও আশার কথা শোনাতে পারছে না। নভেম্বরের শুরু থেকেই ফের একবার বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। আপাতত পূর্ব দিকে বাতাস বওয়ার কারণে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। শুক্রবার একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি হল- পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা। বৃষ্টির কারণে তাপমাত্রা আগামী কয়েকদিন বাড়তে পারে। তবে আপাতত কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আগামী ৭ তারিখ থেকে ফের একবার কমতে পারে তাপমাত্রার পারদ।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হচ্ছে, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৪৭ শতাংশ। শহরের আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে কমবে না তাপমাত্রার পারদও। ৭ তারিখের আগে শহরের তাপমাত্রা বদলের কোনও সম্ভাবনাই নেই।
আগামী ৩ এবং ৪ নভেম্বর দার্জিলিং এবং কালিম্পংয়ে রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে মিলছে শীতের আমেজ। আপাতত ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। ক্রমশ কমবে জলীয় বাষ্পের পরিমাণ। উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ ক্রমশ বাড়বে বলেই জানা যাচ্ছে।
এদিকে এই সপ্তাহে জম্মু-কাশ্মীর , লাদখে রয়েছে তুষারপাতের সম্ভাবনা। দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পূর্বাভাস রয়েছে, অন্যান্য বছরের থেকে চলতি নভেম্বর অপেক্ষাকৃত উষ্ণ হবে।