ফের লোকালয়ে হাতির হানা, আহত ১

কোচবিহার, ৩ নভেম্বর (হি.স.) : দিনহাটার পর এবার শীতলকুচি। ফের লোকালয়ে হাতির হানা। হাতির আক্রমণে আহত হলেন স্থানীয় এক বাসিন্দা। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। বন দফতরের আধিকারিকদের কাছে ক্ষোভ জানান স্থানীয়রা।

সূত্রের খবর, শুক্রবার সাত সকালে কোচবিহারের শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় লোকালয়ে ঢুকে পড়ে ৬টি হাতি। সেই সময় স্থানীয় বাসিন্দা আবদুল মজিদ মিঁয়া জমিতে কাজ করছিলেন। আচমকা একটি হাতি তাঁকে পিছন থেকে সজোরে লাথি মারে। প্রায় ১৫ ফুট দূরে গিয়ে পড়েন তিনি। বেশ কয়েক বার হাতি তাঁকে আঘাত করে। হাতির আক্রমণে জ্ঞান হারান আবদুল। তাঁকে প্রথমে মাথাভাঙা মহকুমা হাসপাতাল ও পরে কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর বন দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে যাননি বলে অভিযোগ স্থানীয়দের।

এর আগে বৃহস্পতিবার দিনহাটার মাতালহাট গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীর বাজার এলাকায় ঢুকে পড়ে ২টি হস্তিশাবক-সহ ৬ জনের দল। গ্রামে দাপিয়ে বেড়ায় হাতির দল। বাড়িঘর, জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। খবর পেয়ে গ্রামে যান বন দফতরের কর্মীরা। হাতিগুলি পাতলাখাওয়ার জঙ্গল বা নদী পেরিয়ে জলদাপাড়া থেকে আসতে পারে বলে বন দফতরের অনুমান।