BRAKING NEWS

জম্মু ও কাশ্মীরে দুর্নীতির ক্যান্সার নির্মূল করার উপর জোর দেন উপ রাজ্যপাল

শ্রীনগর, ৩০ অক্টোবর (হি.স.) : জম্মু ও কাশ্মীরে দুর্নীতির ক্যান্সার নির্মূল করতে জোর দিলেন উপরাজ্যপাল মনোজ সিনহা। সোমবার উপরাজ্যপাল মনোজ সিনহা বলেন, দুর্নীতিমুক্ত জম্মু ও কাশ্মীর বর্তমান প্রশাসনের লক্ষ্য। পাশাপাশি তিনি দুর্নীতির ক্যান্সার নির্মূলে সকল লাভবানকারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ওপরও জোর দেন। ভিজিল্যান্স সচেতনতা সপ্তাহ উপলক্ষে সিভিল সেক্রেটারিয়েট অফিসার, এসএসএফ কর্মী, রাজভবন স্টাফ, প্রশাসনিক সচিব এবং ডেপুটি কমিশনারদের (ভার্চুয়াল মাধ্যমে) শপথ নেওয়ার পরে তিনি একথা বলেন।

উপরাজ্যপাল মনোজ সিনহা এদিন সততার অঙ্গীকার পাঠ করেন এবং কর্মচারীদের শপথবাক্য পাঠ করান। তিনি দুর্নীতি মোকাবিলায় একটি সমন্বিত ও সম্মিলিত পদ্ধতির প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। তিনি জনসেবা প্রদানের উন্নতির জন্য গৃহীত পদক্ষেপগুলিও তুলে ধরেন, যা জম্মু ও কাশ্মীরকে সুশাসনের দিকে পরিচালিত করেছে।

জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত সতর্কতা সচেতনতা সপ্তাহ পালন করছে। এবছর সতর্কতা সচেতনতা সপ্তাহের মূল বিষয়বস্তু হল, ‘দুর্নীতিকে না বলুন, দেশের প্রতি অঙ্গীকারবদ্ধ হন’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *