BRAKING NEWS

শারদীয়ার মধ্যেই পাচারকালে গাঁজা আটক পুলিশের হাতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর: 

পূজার মৌসুমে যখন প্রশাসন আইন-শৃঙ্খলা বজায় রাখতে ব্যস্ত এই সুযোগকে কাজে লাগিয়ে গাঁজা কারবারীরা তাদের বাণিজ্য করতে গিয়ে দামছড়া থানার পুলিশের হাতে গাঁজাসহ ধৃত দুই। দামছড়ার বনসুল গেটে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে দীপক দেববর্মা( ২৩), বাড়ি ৪৩ মাইল মুঙ্গিয়াকামি এবং নারায়ণ রুপিনী(২৩), বাড়ি জিরানিয়া মহকুমায়, দুজনকে আটক করেছে। এই পাচারকাজে  টিয়ার জিরো সেভেন বি ০৪২২ নম্বরের গাড়িটিকে আটক করেছে। তাদের কাছ থেকে ২২ কেজি ৬৩৮ গ্রাম গাঁজা উদ্ধার হয়। পানিসাগর মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা জানিয়েছেন, পূজার মৌসুমে যেভাবে পুলিশ কর্মীরা প্রতিটি গাড়িতে তল্লাশি চালাচ্ছে এবং সফলতা অর্জন করছে তার জন্য দামছড়া থানাকে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *