হাপুর, ২৫ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের হাপুর জেলায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছে এক যুবকের। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে হাপুর জেলার লুহারি মার্কেটের কাছে। মৃত যুবকের নাম-ইরশাদ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মোটরবাইকের সংঘর্ষের জেরে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয়। সেই ঝামেলা ও বিবাদে এক যুবকের মৃত্যু হয়েছে। সারারাত উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।
হাপুরের পুলিশ সুপার অভিষেক বর্মা বলেছেন, লুহারি মার্কেটের কাছে ইরশাদ নামে এক যুবক আহত অবস্থায় পড়ে আছে বলে খবর পায় পুলিশ। বাহাদুরগড় পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ইরশাদকে সিএইচসি-তে নিয়ে যাওয়া হলে সেখানে সে মারা যায়। তদন্তে জানা গিয়েছে, ইরশাদ এবং অন্য একটি গোষ্ঠীর মধ্যে বাইকের সংঘর্ষের জেরে ঝামেলার সূত্রপাত হয়, এতে ইরশাদ মাথায় আঘাত পান। গ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

