BRAKING NEWS

সকাল থেকেই বেলুড় মঠে শুরু দশমীর পুজো

কলকাতা, ২৪ অক্টোবর (হি.স.) : মঙ্গলবার দশমী। পুজো শেষ। এবার উমার ঘরে ফেরার পালা। সকাল থেকেই বেলুড় মঠে শুরু হয়েছে দশমীর পুজো। পুজোর অন্য দিনের মতো ভক্তরাও ভিড় জমাতে শুরু করেছেন। সারাদিন ধরেই চলবে নানা উপাচার। তারপর নিরঞ্জন।

আবার এক বছরের অপেক্ষা। ঘরের মেয়ে আবার কবে ঘরে ফিরবে তার জন্য এখন থেকেই দিন গুনতে শুরু করেছে আট থেকে আশি সকলে। রীতি মেনে পুজোর পর মণ্ডপে মণ্ডপে শুরু হচ্ছে সিঁদুর খেলা। তারপর প্রতিমা নিরঞ্জন।

তবে কলকাতার বড় পুজোর ক্ষেত্রে আনন্দ-উৎসব যে এখনই ফুরিয়ে যাচ্ছে তা নয়। ২৭ তারিখ পুজোর কার্নিভাল। রেড রোড ধরে শোভাযাত্রা করে প্রতিমা নিরঞ্জনের প্রথা শুরু হয়েছে গত কয়েক বছর ধরে। সূত্রের খবর, শারীরিক অসুস্থতা কাটিয়ে উঠে এই কার্নিভালে সশরীরে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *