BRAKING NEWS

নলবাড়ির ধমধমা দুৰ্গা মন্দিরের উন্নয়নে ৩০ লক্ষ টাকার অনুদান ঘোষণা মুখ্যমন্ত্ৰীর


নলবাড়ি (অসম), ১৯ অক্টোবর (হি.স.) : নলবাড়ি এবং বাকসা জেলার সীমান্তবৰ্তী ধমধমা দুৰ্গা মন্দিরের উন্নয়নে ৩০ লক্ষ টাকার অনুদান ঘোষণা করেছেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা। আজ ধমধমা আঞ্চলিক দুৰ্গা মন্দিরের শতবৰ্ষ উৎসবে অংশগ্ৰহণ করে এ ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্ৰী।

শারদীয় উৎসবে এসে দেবী দুর্গার চরণে প্রণিপাত হয়ে রাজ্যবাসীর সকল অপয়া অমঙ্গল তথা নেগেটিভিটি দূর করার প্রার্থনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড. শর্মা। মায়ের পুজো দেওয়ার পর আয়োজিত অনুষ্ঠানে এখানে দুৰ্গা পূজা কবে থেকে, কার হাত ধরে প্রচলিত হয়েছিল, তার সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করেন তিনি।

ধমধমা থেকে মুখ্যমন্ত্রী চলে যান নলবাড়ির বেলশরে শ্রীশ্রী বিল্বেশ্বর দেবালয়ে দেবী দুর্গার পূজা দিতে।

এদিকে ধমধমা দুৰ্গা মন্দিরের উন্নয়নকল্পে ৩০ লক্ষ টাকার অনুদান ঘোষণা করায় অঞ্চলবাসী বেজায় উৎফুল্লিত। মুখ্যমন্ত্ৰীকে একটু স্পৰ্শ করতে এবং তাঁর সঙ্গে সেলফি উঠতে উপস্থিত আবালবৃদ্ধবনিতার মধ্যে হুড়োহুড়ির সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *