BRAKING NEWS

একশো দিনের বকেয়া দাবিতে বিজেপি বিধায়কের গাড়ি আটকে বিক্ষোভ

বক্সিরহাট, ১৭ অক্টোবর (হি.স.) : একশো দিনের কাজের বকেয়া মেটানোর দাবিতে তুফানগঞ্জ বিধানসভার বিজেপি বিধায়ক মালতি রাভার গাড়ি আটকে বিক্ষোভে তৃণমূলের। বিধায়কাকে ঘিরে চলল ‘গো ব্যাক’ স্লোগান। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে তুফানগঞ্জ-২ এর মহিষকুচি বাজার এলাকায়। এদিন বিধায়কের গাড়ির সামনে অবস্থানে বসে পড়েন মহিলা কর্মীরা। বিধায়কের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূলের কর্মী-সমর্থকরা।

জানা গিয়েছে, তুফানগঞ্জ বিধানসভার বিজেপির চার নম্বর মণ্ডলের উদ্যোগে স্বশক্তিকরণ কর্মসূচিতে যোগ দিতে এদিন মহিষকুচি বাজায় এলাকায় আসেন বিজেপি বিধায়ক মালতি রাভা। দলীয় কর্মসূচি শেষ করে বিধায়কের গাড়ি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। সেইসময় একশো দিনের কাজের বকেয়া মেটানোর দাবিতে তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। বিধায়ক সহ তাঁর নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। প্রায় আধঘন্টা ধরে চলে এই বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ। পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি বেধে যায় তৃণমূল কর্মীদের। পরে পুলিশ কর্মী-সমর্থকদের জমায়েত হটিয়ে দিলে বিধায়ক গাড়ি নিয়ে বেরিয়ে যান। এদিকে গোটা ঘটনার রোষ গিয়ে পড়ে স্থানীয় বিজেপির মণ্ডল সভাপতি গৌতম দাসের ওপর। বকেয়া মেটানোর দাবিতে তাঁকে ঘিরেও চলে বিক্ষোভ। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এবিষয়ে বিজেপি বিধায়ক মালতী রাভা বলেন, তৃণমূলীরা একশো দিনের কাজের হিসাব না দিয়েই অন্যায়ভাবে বিক্ষোভ দেখিয়েছে। গোটা ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *