ইমফল, ১৫ অক্টোবর (হি.স.) : মণিপুরে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছে নিষিদ্ধ সংগঠন ‘কাংলেই ইয়াওল কান্না লুপ’ (কেওয়াইকেএল)-এর এক সক্রিয় সদস্য। ভয়ভীতি প্রদর্শন করে তোলা আদায়ের অভিযোগে মণিপুর পুলিশ ইমফল পশ্চিম জেলা থেকে কেওয়াইকেএল-এর এই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে বলে জানানো হয়েছে। তবে ধৃত কেওয়াইকেএল-এর সক্রিয় সদস্যের নাম-ধাম জানায়নি পুলিশ।
পুলিশ জানিয়েছে, তার হেফাজত থেকে একটি ৯ এমএম পিস্তল এবং সাত রাউন্ড সক্রিয় গুলি ভরতি একটি ম্যাগাজিন, একটি মোবাইল ফোনের হ্যান্ডসেট এবং নগদ ৬০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এই টাকাগুলি তোলাবাজির টাকা বলে দাবি করেছে পুলিশ।