BRAKING NEWS

অসম প্ৰদেশ কংগ্রেস নেতা বিধায়ক কমলাক্ষের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা মন্ত্রী পীযূষের


গুয়াহাটি, ১০ অক্টোবর (হি.স.) : অসম প্ৰদেশ কংগ্রেস কমিটির উপ-কার্যনির্বাহী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করেছেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পীযূষ হাজরিকা।

গুয়াহাটিতে কামরূপ মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে কমলাক্ষ দে পুরকায়স্থের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করেছেন রাজ্যের মন্ত্রী পীযূষ। মামলাটি ৬৩৪/২০২৩ নম্বরে রুজু করা হয়েছে। মামলায় কমলাক্ষ দে পুরকায়স্থ তাঁর সম্পর্কে বহু আপত্তিজনক মন্তব্য করেছেন বলে অভিযোগ লিপিবদ্ধ করেছেন মন্ত্ৰী রাজ্যের জলসম্পদ, তথ্য ও জনসংযোগ, সামাজিক ন্যায় দফতর এবং সংসদীয় পরিক্রমা মন্ত্রী পীযূষ হাজরিকা।

প্রসঙ্গত, সম্প্ৰতি সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মন্ত্রী পীযূষ হাজরিকা প্রদেশ কংগ্রেস নেতা তথা বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের কোনও এক মন্তব্যের নিন্দা করে বলেছিলেন, ‘তাঁর (কমলাক্ষ) বিরুদ্ধে যদি মুখ খুলি তা-হলে তাঁকে মানুষ ঘৃণা করবেন৷’ বলেছিলেন, ‘আমি কমলাক্ষ দে পুরকায়স্থ সম্পর্কে অনেক কথা বলতে চাই। তাঁর খুব খারাপ অতীত আছে। এমন এক ঘটনায় তাঁকে অভিযুক্ত করা হয়েছিল, সে সম্পর্কে আমি যদি এক শব্দ বলি তা-হলে সবাই তাঁর ওপর বিরক্ত হবেন, ঘৃণা করবেন তাঁকে।’

এর পর কমলাক্ষ দে পুরকায়স্থ মন্ত্রী পীযূষ হাজরিকাকে কটাক্ষ করতে গিয়ে বলেছিলেন, হিমন্তবিশ্ব শর্মা যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন, ততদিন রাজ্যে ‘সিন্ডিকেট রাজ’ অব্যাহত থাকবে। এছাড়া আরও কিছু আপত্তিজনক মন্তব্য করেছেন বলে কমলাক্ষ দে পুরকায়স্থের বিরুদ্ধে অভিযোগ করেছেন মন্ত্রী পীযূষ হাজরিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *