BRAKING NEWS

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সি এস সি সেন্টারের বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাত – এর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৯ ই অক্টোবর : বিলোনিয়া মহকুমার গাবুরছড়া এডিসি এলাকায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তত্ত্বাবধানে নিবাস দাসের পরিচালনায় যেই সিএসসি সেন্টার চলছে সেই সিএসসি সেন্টারে প্রতিনিয়ত গ্রাহক হয়রানির অভিযোগ উঠে আসছিল। ব্যাংকের গ্রাহকরা যখন কাস্টমার সার্ভিস সেন্টারে যান তখন বিভিন্নভাবে গ্রাহকদের হয়রানি করা হয় এবং তাদের সাথে প্রতারণাও করা হয় বলে অভিযোগ। ব্যাংক গ্রাহকদের জমানো টাকা  আত্মসাৎ করে নিচ্ছে পরিচালক নিবাস দাস, বিলোনীয়া শহরের বুকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের  সামনে দাঁড়িয়ে- এমনটাই অভিযোগ আনলেন ব্যাংকের  গ্রাহকরা। ঘটনা বিলোনীয়া ঋষ্যমুখ ব্লকের গাবুরছড়া এলাকার সিএস সি সেন্টারে।  অভিযোগ, সি এস সি সঞ্চালক নিবাস দাস গ্রাহকদের সরলতার সুযোগ নিয়ে আত্মসাৎ করে নিচ্ছেন অনভিজ্ঞ সাধারণ গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা, ব্যাংকের কোন শাখা না থাকার ফলে অধিকাংশ গ্রাহকদের টাকা তোলার জন্য দ্বারস্থ হতে হয়  কাস্টমার সার্ভিস সেন্টারে। গ্রাহক  একাউন্ট থেকে নিজের চাহিদা মত টাকা তুলতে গেলে, সি এস সি সঞ্চালক নিবাস দাস তার চেয়ে বেশি তুলে আত্মসাৎ করে নিচ্ছে  টাকা, এমনই গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে। কখনো বা আধার কার্ডের লিংকের নাম করে হাতিয়ে নিচ্ছে টাকা,এমন প্রচুর অভিযোগের ভিত্তিতে লিখিতভাবে ব্যাংক সঞ্চালক এবং জেলাশাসকের নিকট সোমবার দুপুরে অভিযোগ দায়ের করেন ওই ব্যাংকের গ্রাহকরা। প্রশাসনের তরফ থেকে এই অর্থ আত্মসাৎকারী নিবাস দাসের বিরুদ্ধে অভিযোগ এনে কি কঠোর শাস্তির ব্যবস্থা করা হয় এখন সেটাই দেখার। গাবুরছড়া এলাকার ক্ষুব্ধ গ্রাহকরা আজ সম্মিলিতভাবে দক্ষিণ ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ে এসে মিলিত হন। সেখান থেকে এক প্রতিনিধি দল দক্ষিণ ত্রিপুরা জেলাশাসক সাজু ওয়াহিদ এ সাথে মিলিত হন। উপস্থিত গ্রাহকরা  জানান জেলা শাসক গ্রাহক হয়রানির বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করবেন এবং দূর্গা পূজার আগে এই বিষয়ে সুষ্ঠু তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণ করবেন বলে ও আশ্বস্ত করেন উপস্থিত প্রতিনিধি দলের সদস্যদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *