নয়াদিল্লি, ৪ অক্টোবর (হি.স) : সিকিমের বর্তমান পরিস্থিতি নিয়ে সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এক্স-এর মাধ্যমে পোস্ট করে জানান, তিনি সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং-এর সঙ্গে সিকিমের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
সিকিম রাজ্যের বেশ কিছু অংশ প্রাকৃতিক দুর্যোগের ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সে সংক্রান্ত তথ্য তিনি মুখ্যমন্ত্রীর কাছ থেকে শোনেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংকে সিকিমে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী এও বলেন যে, আমি ক্ষতিগ্রস্ত সকলের নিরাপত্তা ও সুস্থতা প্রার্থনা করছি।
সিকিমে বন্যা পরিস্থিতির ফলে বুধবার জাতীয় সড়ক-১০ এর কিছু অংশ ভেসে গিয়েছে। নদীর জল বেড়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে সিকিমে। এই বন্যার ফলে বুধবার ২৩ জন সেনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চুংথাং বাঁধ থেকে জল ছাড়ার ফলে বেলা দেড়টা নাগাদ শুরু হওয়া বন্যা পরিস্থিতি আরও দুর্বিসহ হয়ে উঠেছে।