BRAKING NEWS

উলুবেড়িয়ায় বাম প্রার্থীকে ভোটে হারানো: হাইকোর্টে নতুন মামলা দায়ের

কলকাতা, ৪ অক্টোবর (হি. স.) : ভোটে কারচুপি করে কাশ্মীরা বেগমকে পঞ্চায়েত ভোটে হারিয়ে দেওয়ার অভিযোগে সাসপেন্ড হওয়া অভিযুক্ত দুজনের পোস্টিংকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা দায়ের হল। এঁরা দুজন হলেন উলুবেড়িয়ার এসডিও এবং উলুবেড়িয়া ২নম্বর ব্লকের বিডিও। বিচারপতি দেবীপ্রসাদ দে-এর হাইকোর্ট গঠিত কমিটি কারচুপির অভিযোগের সারবত্তা আছে বলে জানিয়ে দেয়।

অভিযুক্ত অফিসারদের সাসপেন্ড, তাঁদের বিরুদ্ধে এফআইআর-সহ একগুচ্ছ সুপারিশও করে ওই কমিটি। কিন্তু রাজ্য বিচারপতির কমিটির সুপারিশের আংশিক কার্যকর করলেও এফআইআর না করে তাঁদের কাজে ফিরিয়ে নেয়। এদিকে আবার উলুবেড়িয়ায় ব্যালট কারচুপির অভিযোগে সিবিআই তদন্ত চেয়ে একটি মামলা এই এজলাসেই দায়ের হয়েছে। আদালত নতুন আবেদনটি দায়ের করার অনুমতি দেন। বৃহস্পতিবার একসঙ্গে দু’টি মামলর শুনানি।

প্রসঙ্গত, ওই এসডিও এবং বিডিও-কে রাজ্য সরকার মঙ্গলবার পঞ্চায়েত দফতরের ওএসডি পদে বসিয়েছে।

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নে নথি বিকৃতির অভিযোগে উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের বিডিও নীলাদ্রি শেখর দে-র বিরুদ্ধে এর আগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য। বিচারপতি অমৃতা সিনহার সেই নির্দেশের উপর প্রথমে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ। তারপর বিচারপতি সিনহার সিবিআই তদন্তের নির্দেশ খারিজ হয়ে যায় ডিভিশন বেঞ্চে।

সেই সময় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, সিবিআই তদন্তের মতো উপাদান এই মামলায় নেই। সেই কারণে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ হয়ে যায়। তবে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিলেও, মামলায় আদালত এক সদস্যের কমিটি গঠন করে দেয়। অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে -র নজরদারিতে রাজ্য পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তিন সপ্তাহের মধ্যে বিচারপতি অমৃতা সিনহার কাছে তদন্তের রিপোর্ট পেশেরও নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *