আহমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (হি.স.): দেখতে দেখতে ২০ বছর হয়ে গেল ভাইব্রেন্ট গুজরাটের। ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিটের ২০ বছর পূর্তি উপলক্ষে বুধবার গুজরাটের আহমেদাবাদের সায়েন্স সিটিতে এক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত এবং মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমরা যে ছোট বীজ বপন করেছিলাম, তা এখন বিশাল বটবৃক্ষে পরিণত হয়েছে।”
প্রধানমন্ত্রীর কথায়, “ভাইব্রেন্ট গুজরাট শুধুমাত্র ব্র্যান্ডিং-এর একটি প্রোগ্রাম নয়, বরং এটি বন্ধনের একটি প্রোগ্রাম।” প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আগে যারা কেন্দ্রীয় সরকার চালাতেন, তাঁরা গুজরাটের উন্নয়নকে রাজনীতির সঙ্গে যুক্ত করতেন। তৎকালীন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ভাইব্রেন্ট গুজরাটে আসতে অস্বীকৃতি জানাতেন, তাঁরা বিদেশী বিনিয়োগকারীদের হুমকি দিত এবং তাঁদের (বিদেশী বিনিয়োগকারীদের) গুজরাটে আসতে বাধা দেওয়ার চেষ্টা করত, এত হুমকির পরেও বিদেশী বিনিয়োগকারীরা গুজরাটে আসেন।”
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “আমরা শুধু গুজরাটের পুনঃউন্নয়নই করিনি, এর ভবিষ্যৎ নিয়েও চিন্তা করেছি, আমরা এ জন্য ‘ভাইব্রেন্ট গুজরাট’-কে একটি মূল চ্যানেল বানিয়েছি। ‘ভাইব্রেন্ট গুজরাট’-কে গুজরাটের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য একটি চ্যানেল এবং বিশ্বের সামনে কথা বলার একটি মঞ্চ তৈরি করা হয়েছিল।”

