BRAKING NEWS

পুর নিগমের উদ্যোগে শহরের ঢেলে সাজানোর কাজ অব্যাহত

আগরতলা , ২৪ সেপ্টেম্বর।। আগরতলা শহরকে সাজিয়ে তোলার কাজ অব্যাহত রেখেছে আগরতলা পুর নিগম। রবিবার মেয়র দীপক মজুমদারের হাত ধরে বনমালীপুরস্থিত নদীর পারে পুর নিগমের উদ্যোগে ও সবুজায়ন সামাজিক সংস্থার সহযোগিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্তি স্থাপন করা হয়েছে। এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছলেন মেয়র দীপক মজুমদার সহ বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, এলাকার কর্পোরেটর অলক ভট্টাচার্য সহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা। মেয়র বলেছেন, এই এলাকায় এলাকার কচিকাঁচা শিশুরা আরও বেশি করে এখন থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে জানতে আগ্রহী হবে। এই মর্মর মূর্তি স্থাপনের মাধ্যমে তাদের কৌতূহল আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি এলাকায় শান্তি ও সুস্থ পরিবেশও বজায় থাকবে। এদিন মেয়র সবুজায়ন সামাজিক সংস্থার সদস্যদেরও প্রশংসা করেছেন। মেয়র বলেন, শহরের প্রতিটি এলাকাকেই এভাবে সাজিয়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। জানাগেছে,  রবীন্দ্র নাথ ঠাকুরের এই মর্মর মূর্তি স্থাপন করতে খরচা হয়েছে প্রায় ১৫ লক্ষ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *