BRAKING NEWS

প্রথমবারের মত ত্রিপুরায় অনুষ্ঠিত হচ্ছে এনসিসি ফ্যাস্টিবল

আগরতলা , ২৪ সেপ্টেম্বর।। প্রথমবারের মত ত্রিপুরায় অনুষ্ঠিত হচ্ছে এনসিসি ফ্যাস্টিবল। দু দিন ব্যাপী এই অনুষ্ঠানের রবিবার  উদ্বোধন হয়েছে। এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিসি ত্রিপুয়ার কমান্ডেন এম এ রাজমানার সহ অন্যান্য আধিকারিকরা। এই অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে এনসিসি ত্রিপুয়ার কমান্ডেন্ট এম এ রাজমানার, অন্যান্য রাজ্যে এই অনুষ্ঠান হলেও ত্রিপুরায় এই প্রথম এনসিসি ফ্যাস্টিবেলের আয়োজন করা হয়েছে। তিনি জানান, নর্থ ইস্ট রিজনের অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল মেজার জেনারেল গগনদ্বীপ প্রতিটি রাজ্যেই এই এনসিসি ফ্যাস্টিবেলের আয়োজন করে থাকেন। এর মূল লক্ষ্য হল, এন সিসি ক্যাডেটদের আত্মবিশ্বাস বৃদ্ধি করা, তাদের এন সিসি সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য শেখানো ও বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রদান করা। এছাড়াও সাধারন মানুষের মধ্যে এন সিসি নিয়ে সচেতনতা বৃদ্ধি করা । কারন উনাত মতে, একাংশ মানুষ এখনো এমন রয়েছেন যাদের কাছে মনে হয় এন সিসি ক্যাডেটদের দিয়ে শুধুমাত্র প্যারেড করানো হয়। সেই দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করাই এই ফ্যাস্টিবেলের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। কমান্ডেন্ট এম এ রাজমানার আরও বলেন, এন সিসি ক্যারাডদের ব্যক্তিত্ব গঠন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত করা হয় তাদের। বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রদান করা হয়। তিনি বলেন, বিগত দুই বছরে এন সিসি অনেক উন্নয়ন করেছে। ইতিমধ্যেই এন সিসি ক্যারেডদের মধ্য থেকে এক ক্যারেড আর্মি অফিসার হওয়ার জন্য নির্বাচিত হয়েছে। ইতিমধ্যেই সে ট্রেনিং নিচ্ছে। কিছুদিনের মধ্যেই সে ল্যাফটিন্যান্ট অফিসার হয়ে যাবে। রাজ্যের প্রথম এনসিসি ক্যাডার সে, যে কিনা আর্মি অফিসার পদে নিযুক্ত হচ্ছে। এটি প্রত্যেকের জন্য অত্যন্ত গর্বের বিষয় বলে জানিয়েছেন তিনি। এই দু দিনের এন সিসি ফ্যাস্টিবলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *