BRAKING NEWS

দিল্লি ইউনিভার্সিটি ছাত্র ইউনিয়নের ভোটের ইস্তেহার এবিভিপি-র

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি স)। আসন্ন দিল্লি ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন (ডুসু) নির্বাচনের জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) তার ইস্তেহার উন্মোচন করেছে।

‘উইমেনিফেস্টো’ শিরোনামে এই বিস্তৃত ২১-দফা ইস্তেহার মহিলাদের জন্য উপযুক্ত। এই ইস্তেহার ছাত্রসমাজের উদ্বেগের বিভিন্ন সমস্যার সমাধান করবে বলে আশা।
ইস্তেহার মূল বিষয়গুলির মধ্যে রয়েছে: ১) এক কোর্স, এক ফি, ২) ইউনিভার্সিটির পড়ুয়াদের সুবিধার্থে প্রতিষ্ঠানের পৃথক বাস চালু করা। ৩) তফশিলি জাতি উপজাথি/ওবিসি বৃত্তি বৃদ্ধি, ৪) এবিভিপি-র প্রান্তিক পড়ুয়াদের জন্য বৃত্তি বাড়ানো। ৫) মেট্রো কনসেশন পাস, ৬) বিভিন্ন কলেজে ছাত্র-ছাত্রীদের নতুন আবাস, ৭) শিক্ষার সময় আয় করুন নীতি রূপায়ণ, ৮) তৃতীয় লিঙ্গদের জন্য বিশেষ বৃত্তি প্রভৃতি।

পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য নিয়েও গুরুত্ব আরোপ করে দিল্লি বিশ্ববিদ্যালয়ে বিশেষ বিভাগ খোলার সুপারিশ করা হয়েছে।
এদিনের সাংবাদিক সম্মেলনে এবিভিপি-র স্থানীয় চার প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক হর্ষ আঠরি এবং প্রচারমাধ্যমের জাতীয় আহ্বায়ক আশুতোষ সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *