BRAKING NEWS

কোকেরনাগে তৃতীয় দিনে পড়ল বন্দুক-যুদ্ধ, গুলির লড়াইয়ে আরও দুই জওয়ান আহত

শ্রীনগর, ১৫ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগে শুক্রবার তৃতীয় দিনে পড়ল এনকাউন্টার। শুক্রবার সকাল থেকে নতুন করে শুরু হয়েছে গুলির লড়াই। গারুল গ্রাম সংলগ্ন বনাঞ্চলে জঙ্গিদের চারিদিক থেকে ঘিরে রেখেছে সুরক্ষা বাহিনী। আকাশপথেও চলছে নজরদারি। জঙ্গিরা যাতে কোনওভাবে পালিয়ে যেতে না পারে, তাই চারিদিকে তীক্ষ্ণ নজর রাখছে সুরক্ষা বাহিনী। এদিকে, কোকেরনাগের ঘন জঙ্গলে বৃহস্পতিবারই জঙ্গিদের সঙ্গে সংঘাতে আরও দুই জওয়ান আহত হয়েছেন। পাশাপাশি নিখোঁজ আরও এক জওয়ান।

এর আগে বুধবারই কোকেরনাগে জঙ্গিদের হামলায় প্রাণ হারান দু’জন সেনা অফিসার ও একজন পুলিশ অফিসার। নিহত জওয়ানরা হলেন-কর্নেল মনপ্রীত সিং, মেজর আশিষ ধোনচাক ও ডিএসপি হুমায়ুন ভাট। জঙ্গিদের গুলিতে ৩ জনই গুরুতর জখম হয়েছিলেন, পরে তাঁরা মৃত্যুর কোলে ঢলে পড়েন। মেজর আশিস ধোনচাকের মরদেহ শুক্রবার সকালে হরিয়ানার পানিপতে তাঁর জন্মস্থান বিনঝোলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *