গুয়াহাটি, ১২ সেপ্টেম্বর (হি.স.) : গুয়াহাটির পার্শ্ববর্তী কামরূপ জেলার অন্তর্গত আমিনগাঁওয়ে প্ৰায় ১৮ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করেছে আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। মাদক পাচারের অভিযোগে বহিঃরাজ্যের গ্রেফতার ছয় ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সন্ধ্যারাতে এসটিএফ-এর ডিআইজি পাৰ্থসারথি মহন্ত ও কামরূপের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণকুমার পাঠকের নেতৃত্বে জেলা পুলিশের যৌথ দল মাদক পাচারকারীদের পাকড়াও করতে অভিযান চালান। রাতের দিকে এএস ০১ এফএম ৭৮০০ নম্বরের দামি থার কারের গতিরোধ করে তাতে তালাশি চালিয়ে গাড়ির গোপন চেম্বার থেকে মোট ১৭০টি সাবান কেস থেকে ২.২ কিলোগ্ৰাম হেরোইন উদ্ধার করেছেন অভিযানকারীরা। কালোবাজারে বাজেয়াপ্তকৃত হোরোইনগুলির বাজারমূল্য প্ৰায় ১৮ কোটি টাকা হবে বলে জানিয়েছে পুলিশ।
মাদক পাচারের সঙ্গে জড়িত মণিপুরে তিন বাসিন্দা সহ ছয়জনকে গ্ৰেফতার করা হয়েছে। তাদের মাদক পাচারের মূল পাণ্ডা খলিলুর রহমান (বাড়ি কামরূপ জেলার মুক্তাপুর), ইনামুল আলি (দরং জেলার কলিতাপাড়া), আব্দুল আলি (কামরপ জেলার মুক্তাপুর) এবং মণিপুরের গোগো দোংমো, গোগো হৌকিক ও রণ মার বলে পরিচয় পাওয়া গেছে।
ধৃতদের বয়ানের উদ্ধৃতি দিয়ে এসটিএফ-এর ডিআইজি পাৰ্থসারথি মহন্ত জানান, হেরোইনগুলি মণিপুরের চূড়াচাঁদপুর থেকে বিলাসী থার গাড়িতে গোপন চেম্বার তৈরি করে অসমে পাচার করছিল তারা। তাদের বিরুদ্ধে এনডিপিএস–এর নির্দিষ্ট ধারার মামলা রুজু করা হয়েছে, জানান তিনি।