BRAKING NEWS

মুখ্যসচিবকে ডেকে পাঠানো হল রাজভবনে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (হি স)। শনিবার সন্ধ্যায় আচমকা মুখ্যসচিবকে রাজভবনে ডেকে পাঠান রাজ্যপাল সিভি আনন্দ বোস। এর পরেই বিভিন্ন মহলে কৌতূহুল তৈরি হয় সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁর সম্পর্কে প্রকাশ্যে যে যে মন্তব্য করেছেন, তার প্রতিবাদ করবেন।

বস্তুত, বিধানসভায় গৃহিত একাধিক বিল বেশ কিছুকাল ধরেই রাজ্যপালের অনুমোদনের অপেক্ষায় পড়ে আছে। এর মধ্যে রয়েছে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে সরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আচার্য করা, উপাচার্য মনোনয়নে সন্ধান কমিটির কাঠামো বদল, মন্ত্রিসভার রদবদল প্রভৃতি। রাজ্যপালের সিলমোহর না পাওয়ায় বিভিন্ন সময়ে তাঁর সম্পর্কে বিভিন্ন সভায় সমালোচনা করছেন মুখ্যমন্ত্রী-সহ তাঁর কিছু সহকর্মী।

এ ছাড়াও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান রাজভবনে সরকারের নানা ‘বেআইনি’ কাজের নির্দিষ্ট অভিযোগ করেছেন রাজ্যপালের কাছে। এ সবের পাশাপাশি শনিবার তাঁর সম্পর্কে রাজ্যের শিক্ষামন্ত্রী এমন কিছু মন্তব্য করেছেন, যেগুলো রাজ্যপালের কাছে বেশি মাত্রায় অসম্মানের বলে মনে করেন ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *