BRAKING NEWS

”উপনির্বাচন কোনও ভোট নয়, ভোট হবে ২০২৪-এ..”, মন্তব্য শুভেন্দুর

হাওড়া, ৯ সেপ্টেম্বর (হি স)। ধূপগুড়ি উপনির্বাচনে সবুজ ঝড়ের পর কার্যত নানা ক্ষোভের আগুন নিয়ে ফুঁসছে বিজেপির একাংশ। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে বিজেপি নেতাদের বিতর্কিত পোস্টে তার আঁচ পাওয়া গিয়েছে।

আর এই আঙ্গিকেই এবার হাওড়া সদরের বাঁধাঘাট মোড়ে বিজেপির জনসভায় শনিবার শাসকদলকে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, “তৃণমূল বিজেপি ধূপগুড়ি মহকুমা চায় না বলে মিথ্যে প্রচার করেছে। ৪ হাজার ভোটে জিতে ভাবছেন বিজেপি হামাগুড়ি দিচ্ছে ! পঞ্চায়েত ভোট বা উপনির্বাচন কোনও ভোট নয়। ভোট তো হবে ২০২৪-এ, একসঙ্গে ভোট হলে তার আগেই সরকার পড়ে যাবে।

”২০২৪-এর ভোটের আগে জোট বাঁধুন। তৃণমূলকে চোর বলে কংগ্রেস-সিপিএম, কিন্তু কী করলেন?”প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। শুভেন্দুবাবুর সংযোজন, ”বাংলায় যাতে তৃণমূল চুরি করতে পারে, সেই কাজটাই সেলিমরা করছেন। নিচুতলার কমরেডরা আমাদের সঙ্গে চলে আসুন। বাংলাকে বাঁচাতে চাইলে ”নো ভোট টু মমতা” বলুন”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *