BRAKING NEWS

আইএনডিআইএ জোটের কাজ শুরু! অন্ডালে সিপিএমের বন্ধ কার্যালয়ে খোলালেন তৃণমূলের জেলা সভাপতি

দুর্গাপুর, ৯ সেপ্টেম্বর (হি. স.): দেশেজুড়ে বিরোধী জোট জোর চর্চা। তার মাঝে আসানসোল দুর্গাপুরে আইএনডিআইএ জোটের কাজ শুরু হল। খনি অঞ্চলে দীর্ঘদিনের বন্ধ থাকা বামেদের শ্রমিক সংগঠনের অফিস তালা খুলে তৃণমূল বিধায়ক তথা জেলা সভাপতি। তাও আবার বামফ্রন্টের প্রাক্তন সাংসদকে সঙ্গে নিয়ে বামেদের দলীয় কার্যালয় খোলার অভয় দান দিলেন বিধায়ক। শুক্রবার রাত্রে এমনই নজিরবীহিন ঘটনার সাক্ষী রইল অন্ডালের কাজোড়ায়

প্রসঙ্গত, গত পঞ্চায়েত নির্বাচনের সময় রাজনৈতিক অশান্তির জেরে অন্ডালের কাজোড়ায় সিপিএমের দলীয় কার্যালয়টি তালা দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। রাজনৈতিক টানাপোড়েনর অভিযোগ, পাল্টা অভিযোগ নিয়ে যখন সরগরম। শুক্রবার রাত্রে তখন কার্যত উল্টো ছবিই ধরা পড়ল কাজোড়ায়। দীর্ঘদিন বন্ধ থাকা সিপিএমের কার্যালয় নিজে দাঁড়িয়ে থেকে খোলালেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের জেলা সভাপতি তথা তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। সঙ্গে ছিলেন সিপিআইএমএর প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী। তাকে সঙ্গে নিয়ে এদিন ওই কার্যালয় টি খোলালেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। শুধু তাই নয়, পুস্পস্তবক দিয়ে সম্মানও জানালেন। এমনকি একসঙ্গে বসে চা পানও করলেন। চা চক্রে কলেজ জীবনের স্মৃতি চারণাও করলেন দুই দলের দুই নেতা। অন্ডালের কাজোড়া মোড়ে সিপিএম কার্যালয়টি খুলে দেওয়ায় খুশি বাম কর্মী সমর্থকরা। একটি ঘটনা সাম্প্রতিককালের রাজনৈতিক সমীকরণকেই বদলে দিল বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। আগামী ২০২৪ লোকসভাকে পাখির চোখ করে আসরে নেমেছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সিপিএম সহ একাধিক বিজেপি বিরোধীদল। ইতিমধ্যে আইএনডিআইএ নামে নতুন জোট তৈরী করেছে। এমনকি ওই জোটের বেশ কয়েকটি বৈঠকও হয়েছে। যদিও ওই জোট নিয়ে কটাক্ষ শুরু করেছে গেরুয়া শিবির। এদিনের ঘটনাকে আইএনডিআইএ জোটের কাজ শুরু বলে ধারনা রাজনৈতিক মহলের।

বিজেপি বিধায়ক লক্ষন ঘড়ুই জানান,” এতদিন রাজ্যে তৃণমূল ও সিপিএম পরস্পর বিরোধী বলে সাফাই দিচ্ছিল। ইদানীং রাজ্যের বাইরে তাদের গাঁটছড়া ছিল, এবার রাজ্যেও সেই গাঁটছড়ার প্রমান দিল। তবে যতই জোট করুক, কেন্দ্রে আবারও বিজেপি ক্ষমতায় আসবে। এবার ৪০০ বেশী আসন পেয়ে ক্ষমতায় আসব।”
প্রাক্তন সাংসদ তথা সিপিএম নেতা বংশগোপাল চৌধুরী বলেন,” নির্বাচনে সামন্য মনোমালিন্য হয়। কার্যালয়টি বন্ধ ছিল। নরেন আমার কলেজ জীবনের ছোট ভাই। একসঙ্গে চা খেলাম, গল্প করলাম।” যদিও পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের জেলা সভাপতি তথা তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন,” পঞ্চায়েত ভোটের সময় অশান্তির জেরে বন্ধ ছিল সিপিএমের পার্টি অফিস। মমতা ব্যানার্জীর আদর্শে অনুপ্রানিত। রাজনৈতিক মতভেদ থাকতে পারে। রাজনৈতিক কাজ যাতে করতে পারে তারজন্য সিপিএমের কার্যালয়টি খোলানো হল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *