জলপাইগুড়ি, ২ সেপ্টেম্বর (হি. স.) : ফের বিজেপিকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, বিজেপি ভোটে হেরে সাধারণ মানুষকে বঞ্চিত করে৷ আর তৃণমূল তা করে না৷ বরং মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করে৷
তিনি বলেন, ‘‘ভয়ের পরিবেশ তৈরি করে আমাদের ভোট করাতে হয় না ৷ আমাদের টাকা আটকে রেখে ভোট করাতে হয় না। মানুষকে বঞ্চিত করে রাজনীতি করিনি ৷ মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করেছি ৷’’৫ সেপ্টেম্বর জলপাইগুড়ির ধূপগুড়ি বিধানসভা আসনে উপ-নির্বাচন৷ রবিবার প্রচার শেষ৷ তার আগে শনিবার ধূপগুড়িতে নির্বাচনী প্রচার সভা করেন তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
২০২১ সালের বিধানসভা নির্বাচনে ধূপগুড়িতে জিতেছিলেন বিজেপির বিষ্ণুপদ রায়৷ সম্প্রতি তিনি মারা যান৷ সেই কারণে এই উপ-নির্বাচন৷ এই ভোটে বিজেপি প্রার্থী করেছে শহিদ জওয়ানের স্ত্রী তাপসী রায়৷ তাঁর বিরুদ্ধে তৃণমূলের হয়ে লড়াই করছেন নির্মলচন্দ্র রায়৷
নির্মলচন্দ্র রায়ের সমর্থনে প্রচারের জনসভা থেকে বারবার বিজেপিকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলের সঙ্গে বিজেপির পার্থক্য কোথায় সেটাও তুলে ধরেন। উদাহরণ হিসেবে তিনি জলপাইগুড়ির কথা তুলে ধরেন৷ কারণ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ওই জেলায় একটিও আসন জিততে পারেনি৷