নেশা সামগ্রী সহ আটক চারজন

আগরতলা , ২৬ আগস্ট : রাজ্যে দিন দিন নেশার রমরমা ব্যবস্যা বৃদ্ধি পেয়েই চলছে।গোপন খবরের ভিত্তিতে পুলিশ আজ রাজধানী লক্ষী নারায়ন মন্দির সংলগ্ন এলাকায় এক বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমান নেশা সামগ্রী বাজেয়াপ্ত করেছে। সাথে তিনজন কলেজ ছাত্র ও একটি মেয়েকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ,লক্ষী নারায়ন বাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা গীতা দেবনাথ তার বাড়িতে দীর্ঘ দিন ধরে নেশা সামগ্রী বিক্রয়ের রমরমা ব্যবস্যা চালিয়েছে যাচ্ছেন।পাশাপাশি প্রতিদিনই তার বাড়িতেনেশার আসরও বসাতো।গীতা দেবনাথ পি ডাব্লিউ ডি অফিসে কর্মরত আছেন। ওই ব্যবস্যার সাথে তাঁর মেয়েও জড়িত আছে বলে অভিযোগ এলাকাবাসীর।