আগরতলা,২৪ আগস্ট: নিয়মিত বাজার অভিযান করেও পেঁয়াজের মূল্যে রাশ টানতে ব্যর্থ হচ্ছেন সদর মহকুমা প্রশাসন।
নাসিকে পেঁয়াজের মূল্য বৃদ্ধি পাওয়ায় রাজ্যের এই মূল্য বৃদ্ধি পাচ্ছে বলে জানানো হয়েছে। তবে নাসিকে পেঁয়াজের মূল্য তেমন বৃদ্ধি পায়নি খবর। স্বল্প বৃদ্ধি পাওয়ার পরে রাজ্যের কিছু সাধু ব্যবসায়ীরা পেঁয়াজের মূল্য মনগড়া বাড়িয়ে চলেছে বলেই অভিযোগ। জানা যায় নাসিকের ভালো লাল পেঁয়াজের মূল্য ২৫-৩০ টাকা কিলো। সেই পেঁয়াজ রাজ্যে আসে বললেই চলে। কিন্তু রাজ্যে নিম্নমানের পেঁয়াজ বহিঃরাজ্য থেকে মাত্র ২০-২২ কিলো করে ক্রয় করে রাজ্যের প্রধান বাজারগুলিতে অসাধু ব্যবসায়ীরা বিক্রি করছে ৪৫-৫০ টাকা দরে। বৃহস্পতিবার বটতলা বাজারে অভিযান চালিয়ে সদর মহকুমা প্রশাসনের আধিকারিকেরা প্রত্যক্ষ করেন অধিকাংশ দোকানে ৪৫ টাকা কিলোতে বিক্রি হচ্ছে পেঁয়াজ। কিন্তু পেঁয়াজ পাইকারি মূল্যে ক্রয় করছে ৩৬ টাকা কিলোতে বলে জানান প্রশাসনিক এক আধিকারিক। তবে যেসব দোকানে ৪৫ টাকা কিলোতে পেঁয়াজ বিক্রি হচ্ছে সেই সব অসাধু ব্যবসায়ীদের নোটিশ ধরিয়ে দেওয়া হয় এদিন।
এর মধ্যে বাজারের রতন দত্ত নামে এক আলু পেঁয়াজ বিক্রেতার কাছে পেঁয়াজ ৪৫ টাকা কিলো জানতে পেরে সেই ব্যবসায়ীকে নোটিশ দেওয়া হয়। পাশাপাশি এই ব্যবসায়ীর ওজন পরিমাপ যন্ত্রের ভেরিফিকেশন না থাকায় লিগ্যাল মেট্রোলজিকে অবগত করা হয়েছে ব্যবস্থা গ্রহণ করার জন্য। খাদ্য দপ্তরের ডিরেক্টর নির্মল আধিকারিকের সাথে দেখা করার জন্য নির্দেশ দেওয়া হয়। তবে জন সাধারনের অভিযোগ, প্রশাসনের অভিযান শেষে ফের সক্রিয় হয়ে উঠে ব্যবসায়ীরা। সেই বাড়তি মূল্যেই বিক্রয় চলে বাজারগুলিতে। প্রতিটি বাজারেই অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মূল্য সংগ্রহ করছে বলে অভিযোগ ক্রেতাদের।