পশ্চিম কাৰ্বি আংলং (অসম), ১৭ আগস্ট (হি.স.) : পশ্চিম কাৰ্বি আংলং জেলার অন্তর্গত খেরনিতে কপিলি নদীতে ভেসে গেছে এক স্কুল ছাত্র।
খেরনির দাসবস্তি গ্রামের বুক চিরে প্রবাহিত কপিলি নদীতে স্নান করতে গিয়ে জলে ভেসে গেছে ছাত্রটি। নিখোঁজ ছাত্ৰের নাম করন দাস। সে দাসবস্তি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।
ঘটনার খবর পেয়ে এসডিআরএফ-এর জওয়ানদের নিয়ে ঘটনাস্থলে ছুটে গেছে পুলিশ। ইতিমধ্যে এসডিআরএফ বাহিনী নিখোঁজ করনকে উদ্ধার করতে অভিযান শুরু করেছে। কিন্তু এ খবর লেখা পর্যন্ত করন দাসের কোনও সন্ধান পায়নি এসডিআরএফ। ঘটনাকে কেন্দ্র করে অঞ্চল জুড়ে শোকের বন্যা বইছে।c