নয়াদিল্লি, ২ আগস্ট (হি.স.): আবারও বিরোধীদের ভূমিকার তীব্র নিন্দা করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। বললেন, মণিপুর ইস্যুতে আলোচনা থেকে পালাচ্ছেন বিরোধীরা, সংসদকেও তাঁরা গুরুত্ব দিচ্ছেন না। বুধবার সকালে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “বিরোধী নেতারা মণিপুর ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত নয়, তাঁরা সংসদের আলোচনায় অংশ নিচ্ছেন না। তাঁরা শুধু পালাচ্ছেন, সংসদকেও গুরুত্বের সঙ্গে দেখছেন না। বিরোধীরা মণিপুরে যেতে পারেন, কিন্তু পশ্চিমবঙ্গ বা রাজস্থানে যেতে পারছেন না।”
বিরোধীদের উদ্দেশে অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, “যে বিলগুলি আনা হচ্ছে, তার বিরোধিতা করে কিছুই হবে না। বরং তাঁদের (বিরোধীদের) উচিত সংসদে এসে আলোচনায় অংশ নেওয়া। এ থেকে তাঁরা অনেক কিছু জানতে পারবে।