গান্ধীনগর, ২৮ জুলাই (হি.স.): প্রতিটি সেক্টরের প্রয়োজন সেমিকন্ডাক্টর, আর সেই কারণেই আত্মনির্ভর ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশ করা অতীব গুরুত্বপূর্ণ। এমনটাই বললেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শুক্রবার সকালের গুজরাটের গান্ধীনগরের মহাত্মা মন্দিরে সেমিকনইন্ডিয়া ২০২৩-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী একের পর এক সেক্টরের সংস্কার করেছেন। এরই ফলস্বরূপবর্তমানে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসাবে স্থান পেয়েছে৷ সরকারের তৃতীয় মেয়াদে, প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টিভঙ্গি এবং নীতি ভারতকে বিশ্বের শীর্ষ তিনটি অর্থনীতিতে যোগদান করবে।”
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আরও বলেছেন, “প্রধানমন্ত্রীর আমেরিকা সফরের সময়, তিনটি বড় সেমিকন্ডাক্টর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। প্রথমটি হল মাইক্রোন প্রযুক্তি… দ্বিতীয়টি প্রয়োগ করা উপকরণ, তৃতীয় ল্যাম গবেষণা, এটি সেমিভার্স প্ল্যাটফর্মে ৬০ হাজার ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দেবে।”