খো খো সংস্থার কমিটি পুনর্গঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই।।গঠিত হলো ১৯ সদস্যের নতুন কমিটি। রাজ্য খো খো সংস্থার। রবিবার এন এস আর সি সি-‌র মিলনায়তনে হয় রাজ্য খো খো সংস্থার বার্ষিক সাধারন সভা। তাতে শুরুতে সচিবের প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ আয় ব্যয়ের হিসেব পেশ করেন। পরে পুরাতন কমিটি ভেঙ্গে আগামী ৩ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি এন ডি সি বিদ্যুৎ দেববর্মা, সহসভাপতি চন্দন সুর, আশু রঞ্জন মজুমদার, মিঠুন রায়, সচিব মিনতি পাল, যুগ্ম সচিব মণীন্দ্র চন্দ্র দেব, সমীর রুদ্র পাল, কোষাধ্যক্ষ সুব্রত পাল নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যকরি কমিটিতে সদস্য হিসাবে রাখা হয়েছে ১১ জনকে। নতুন কমিটি গঠনের পরই রাজ্যে ওই খেলার জনপ্রিযতা আরও কীভাবে বাড়ানো যায় তা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *