BRAKING NEWS

তিন রানে লিড : দলীপ ট্রফির সেমিতে উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চলের ম্যাচ ৫০-৫০

উত্তরাঞ্চল: ১৯৮, ৫১/২

দক্ষিণ অঞ্চল: ১৯৫

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই।। লিড পেয়েছে উত্তরাঞ্চল। তবে সামান্য তিন রানে।  লিড নিয়ে উত্তরাঞ্চল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের খেলা শেষে ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৫১ রান সংগ্রহ করেছে। টার্গেট রয়েছে অন্ততপক্ষে তিন শতাধিক রান সংগ্রহ করে দক্ষিণাঞ্চলের সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া। তবে ১৫৮ রানে প্রথম ইনিংস ফুরিয়ে যাওয়া দল উত্তরাঞ্চল দ্বিতীয় ইনিংসে কতটুকু রান সংগ্রহ করতে পারবে তাই এখন দেখার বিষয়। দলীপ ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ উত্তরাঞ্চল বনাম দক্ষিণ অঞ্চলের লড়াই চলছে ব্যাঙ্গালুরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। বুধবার ম্যাচ শুরুতে টস জিতে দক্ষিণাঞ্চল প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলে উত্তরাঞ্চল ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ১৯৮ রানে ইনিংস শেষ করলে জবাবে দক্ষিণাঞ্চল দিনের খেলা শেষে ৪ উইকেটে ৬৩ রান সংগ্রহ করেছিল। আজ, বৃহস্পতিবার দ্বিতীয় দিনে বাকি ৬ উইকেট হারিয়ে ১৩২ রান যোগ করতে সক্ষম হয়। তবে চার রানের জন্য লিড হাতছাড়া করে আফসোস রেখে দেয়। তিন রানে লিড নিয়ে উত্তরাঞ্চল ফের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ১১ ওভারে দুই উইকেট হারিয়ে ৫১ রান সংগ্রহ করেছে। আর কলসি ২১ রানে এবং প্রবশিরাম সিং ছয় রানে উইকেটে রয়েছেন। দক্ষিণাঞ্চলের ময়ান্ক আগরওয়ালের ৭৬ রান ও তিলক বার্মার ৪৬ রান উল্লেখযোগ্য। উত্তরাঞ্চলের ভৈরব অরোরা ও জে যাদব তিনটি করে এবং বলতেজ সিং ও হর্ষিত রানা দুটি করে উইকেট পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *