BRAKING NEWS

উমাকান্ত একাডেমীর জনজাতি ছাত্রাবাস পরিদর্শন করলেন জনজাতি কল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷ উমাকান্ত একাডেমীর নব নির্মিত জনজাতি ছাত্রাবাস  আচমকা সফর করলেন জনজাতির কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা৷৷  পরিদর্শন করার পর সাংবাদিকের মুখোমুখি হয়ে উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন ,উনি মন্ত্রী হবার পর  একবার পরিদর্শন করে গিয়েছিলেন৷৷ ওই সময় অনেক কিছু ত্রুটি ছিল এই ছাত্রাবাসের৷৷  পরিদর্শনকালে মন্ত্রী বলেছিলেন   আবার যখন ভিজিট করবেন৷ যেসব ত্রুটি বিচ্যুতি রয়েছে তা সংশোধন করার নির্দেশ দিয়েছিলেন৷ ছাত্ররা যাতে ভালোভাবে থেকে পড়াশোনা করতে পারে ,কোন অসুবিধা না হয় এই বিষয়ে  ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন মন্ত্রী৷ মন্ত্রী নির্দেশ কতটা কার্যকর হয়েছে এবং উমাকান্ত একাডেমির নবনির্মিত জনজাতি ছাত্রাবাস কেমন চলছে তা খতিয়ে দেখতে বুধবার রাতে দফতরের কর্মকর্তা ও উমাকান্ত একাডেমির প্রধান শিক্ষককে সঙ্গে নিয়ে আচমকা ছাত্রাবাস পরিদর্শন করেন উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা৷ সফরকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপজাতি কল্যাণ মন্ত্রী বলেন বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে৷ আবাসিক ছাত্রদের সঙ্গেও মন্ত্রী নিজে কথা বলেছেন৷ তাদের আরো যেসব সমস্যা রয়েছে সেগুলো সম্পর্কে মন্ত্রী অবগত হয়েছেন৷ সবগুলো সমস্যার সমাধানের জন্য মন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলেও আশ্বস্ত করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *