BRAKING NEWS

কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা নিয়ে অভিযোগের পাহাড়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷ কৈলাসহর মহকুমার বিদ্যুৎ পরিসেবা প্রদানকারী বেসরকারি সংস্থা ’সাই কম্পিউটার’ লিমিটেডের বিরুদ্ধে প্রকাশ্যেই সরব হলেন শাসক বিজেপি দলের নেতা তথা কৈলাসহর পুর পরিষদের  কাউন্সিলর সিকিম সিনহা৷ দীর্ঘ প্রায় তিন বছর ধরে গোটা কৈলাসহর মহকুমার বিদ্যুৎ পরিসেবার দায়িত্বে রয়েছে বহিঃরাজ্যের বেসরকারি সংস্থা ’সাই কম্পিউটার’ লিমিটেড৷  যেদিন থেকে কৈলাসহর মহকুমার বিদ্যুৎ পরিসেবার দায়িত্ব ’সাই কম্পিউটার লিমিটেড’ নিয়েছে সেদিন থেকেই কৈলাসহর মহকুমার বিদ্যুৎ পরিসেবা একেবারেই তলানিতে গেছে বলে মহকুমাবাসীর অভিমত৷ একই অভিযোগ  করেছেন কৈলাসহর পুর পরিষদের সতেরো নং ওয়ার্ডের কাউন্সিলর সিকিম সিনহা৷ উল্লেখ্য, বিগত প্রায় দুই সপ্তাহ ধরে কৈলাসহর পুর পরিষদের সতেরো নং ওয়ার্ডের পূর্ব দূর্গাপুর এলাকায় প্রবেশের মুখে বিদ্যুৎ-এর খুঁটি বাঁকা হয়ে রয়েছে৷  বিদ্যুৎ-,এর খুঁটি বাঁকা হবার ফলে বিদ্যুৎ পরিবাহী তার একেবারেই নীচে নেমে গেছে৷ রাস্তা দিয়ে চলাচলের সময় এলাকাবাসীরা একটু অসতর্ক হলেই বিদ্যুৎ পৃষ্ট হবার সম্ভাবনা রয়েছে৷ এলাকাবাসীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন৷ এমতাবস্থায় এলাকাবাসীরা কয়েকবার সাই কম্পিউটার সংস্থার অফিসে ফোন করে জানায় এবং কয়েকবার সাই কম্পিউটার সংস্থার অফিসে গিয়ে লিখিত ভাবে জানানোর পরও দুই সপ্তাহ সময় অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু সাই কম্পিউটার সংস্থার কর্মীরা আজ অব্দি পূর্ব দূর্গাপুর এলাকায় আসার সময় পায়নি৷ যত দিন যাচ্ছে ততোই বিদ্যুৎ-এর খুঁটি আরও বেশি বাঁকা হচ্ছে৷ আর, বিদ্যুৎ পরিবাহী তার আরও নীচের দিকে নামছে৷ সাই কম্পিউটার সংস্থার এহেন আচরনে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসীরা স্থানীয় কাউন্সিলর সিকিম সিনহার দারস্থ হয়ে এই ঘটনা সম্পর্কে জানান৷ এই ঘটনা শোনা মাত্রই এলাকাবাসীর সামনে কাউন্সিলর সিকিম সিনহা সাই কম্পিউটার সংস্থার আধিকারিকদের ফোন করে জানালে সাই কম্পিউটার সংস্থার আধিকারিকরা কাউন্সিলর সিকিম সিনহার কাছ থেকে দুই দিনের সময় চেয়ে নেন৷ আগামী দুই দিনের মধ্যে সাই কম্পিউটার সংস্থার কর্মীরা এলাকায় গিয়ে বিদ্যুৎ-,এর খুটির কাজ করে দেবে বলে কাউন্সিলর সিকিম সিনহাকে জানায়৷ এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পাবার পরও সামান্য এই কাজটি করতে দুই সপ্তাহের বেশি সময় অতিক্রান্ত হয়ে যাওয়ায় কাউন্সিলর সিকিম সিনহাও ক্ষোভ প্রকাশ করেন৷ কাউন্সিলর সিকিম সিনহা জানান যে, যদি আগামী দুই দিনের মধ্যে পূর্ব দূর্গাপুর এলাকায় সাই কম্পিউটার সংস্থার পক্ষ থেকে কাজ করে না দেয় তাহলে মহকুমাশাসক সহ আরও অন্যান্যদের নিয়ে সাই কম্পিউটার সংস্থার বিরুদ্ধে অন্যরকম পরিকল্পনা নেবেন বলে হুশিয়ারি দেন কাউন্সিলর সিকিম সিনহা৷ কাউন্সিল সিকিম সিনহা আরও বলেন যে, গোটা কৈলাসহর মহকুমায় সাই কম্পিউটার সংস্থার উপর সাধারণ মানুষ প্রচন্ড ক্ষুব্ধ এবং সাই কম্পিউটার সংস্থার বিদ্যুৎ পরিসেবার মান এতটাই নিম্নমানের যে, প্রতিদিন গ্রাহকেরা ক্ষুব্ধ হচ্ছে বলে কাউন্সিলর সিকিম সিনহা জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *